ফেনীতে খুন হওয়া তাহ‌মিনার পরিবারকে আইনী সহায়তা দি‌তে চান শাহজাহান সাজু

ফেনীতে খুন হওয়া তাহ‌মিনার পরিবারকে আইনী সহায়তা  দি‌তে চান  শাহজাহান সাজু

‌ফেনী শহরতলীর বারাহীপু‌রে বুধবার দুপু‌রে স্বামীর হা‌তে নির্মম ভা‌বে খুন হওয়া সেই  নারীর প‌রিবা‌রকে আই‌নি সহায়তা দি‌তে চান বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ফেনী জজকোর্টের আইনজীবী এম. শাহজাহান সাজু।‌তি‌নি সোনাগাজীর বহুল আ‌লো‌চিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রা‌ফি হত্যা মামলায় বাদী প‌ক্ষে ল‌ড়ে ব্যাপক সুনাম অর্জন ক‌রেন।

বারাহীপু‌রের গৃহবধু তাহ‌মিনা হত্যাকান্ড সম্প‌র্কে তি‌নি বলেন, এটি একটি  নির্মম ঘটনা।খুনি যেহেতেু ফেইসবুক লাইভে খুনের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে ম্যাজিষ্ট্রেটের কাছেও যদি ১৬৪ ধারার জবানবন্ধিতে একই ধরণের স্বীকারোক্তি দেয় ,তাহলে দন্ডবিধির ৩০২ ধারায় ঠান্ডা মাথায় খুন করার অপরাধে খুনির ফাঁসি হতে পারে।

শাহজাহান সাজু আরো বলেন, নিহত গৃহবধুর পরিবার চাইলে খুনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য এ মামলা সম্পূর্ন বিনা পারিশ্রমিকে লড়তে চান তিনি।

তিনি আরো বলেন, নিহতের একটি দেড় বছরের ছোট মেয়ে আছে, বাবা যেহেতু মায়ের খুনের আসামী- আইন অনুযায়ী মেয়েটি তার দাদী-নানীর কাছে বড় হবে। যেহেতু তার বাবা মায়ের খুনি, তাই নিরাপত্তার কারণে মেয়েটি নানুর কাছে লালন পালন হতে পা‌রে।

প্রসঙ্গত: বুধবার দুপু‌রে ফেসবুক লাই‌ভে এ‌সে স্ত্রী তাহ‌মিনা আক্তার‌কে কু‌পি‌য়ে নির্মম ভা‌বে খুন ক‌রে বারাহীপুর ভূঞা বা‌ড়ির ওবায়দুল হক টুটুল। হত্যার পর নি‌জেই ৯৯৯  এ ফোন ক‌রে পু‌লি‌শে খবর দেয়।পু‌লিশ ঘটনাস্থল থে‌কে তা‌কে গ্রেফতার ক‌রে।

Comments

Popular posts from this blog

ফেনী মাস্টার পাড়া ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

ছাগলনাইয়া দুই গ্রুপের গোলাগুলিতে প্রবাসী নিহত আরও আহত হয়েছে ৩

দাগনভূঞায় গৃহবধূকে হত্যার অভিযোগ, শশুর বাড়ির লোকজন পলাতক।