Posts

গোপালগঞ্জে করোনা রোগী বেড়ে ২১

Image
গোপালগঞ্জে নতুন করে চারজন করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে ২১ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ হয়েছে।  গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নতুন শনাক্ত চারজনের বাড়ি কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর, সাজাইল ও মহেশপুর ইউনিয়নে। তাঁরা ঢাকা থেকে করোনার উপসর্গ নিয়ে কাশিয়ানীতে আসেন। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে। ওই চারজনের নমুনা গত ১৫ এপ্রিল ঢাকায় পাঠানো হয়। শুক্রবার রাতে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানান সিভিল সার্জন। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদরে তিনজন, মুকসুদপুরে ১০ পুলিশ সদস্য, কাশিয়ানীতে চারজন, টুঙ্গিপাড়ায় একজন ও টুঙ্গিপাড়া উপজেলায় তিনজন রয়েছে বলে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস জানিয়েছে। এদের সংশ্লিষ্ট উপজেলার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে করোনার উপসর্গ নিয়ে গোপালগঞ্জে মৃত্যুবরণকারী তিন নারী করোনায় আক্রান্ত ছিলেন না। তাদের নমুনা সংগ্রহ কর...

আগামী সপ্তাহে মানবদেহে করোনার টিকা পরীক্ষা করবে অক্সফোর্ড

Image
আগামী সপ্তাহে ব্রিটেনে করোনাভাইরাসের প্রতিরোধী টিকা মানুষের ওপর যাচাই করা শুরু হবে। ইতোমধ্যে বিভিন্ন প্রজাতির প্রাণীর ওপরে কোভিড-19 টিকা প্রয়োগ করে আশার আলো দেখে বিজ্ঞানীরা হিউম্যান ট্রায়ালের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের প্রধান অধ্যাপক অ্যাড্রিয়ান হিল দ্য ডেইলি মেইলকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, প্রথম পর্যায়ে ১৮-৫৫ বছর বয়সী ৫১০ জন স্বেচ্ছাসেবী আগামী সপ্তাহে কোভিড-19 ভ্যাকসিন নিতে সম্মত হয়েছেন। হিল ও তার সহযোগী বিজ্ঞানীরা শিম্পাঞ্জির শরীরে সার্স সিওভি-2 ভাইরাস ইঞ্জেকশন দিয়ে শিম্পাঞ্জির শরীরে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করেন।  এই অ্যান্টিবডিই টিকা হিসেবে মানুষের শরীরে দিলে সার্স সিওভি-2 ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হবে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদল নিশ্চিত। ইতোমধ্যে প্রাণীদেহে এই টিকা ব্যবহার করে উল্লেখযোগ্য ফল পাওয়া গেছে। এবার মানবদেহে ট্রায়াল করার পর টিকাটির কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে যে, বিশ্বজুড়ে প্রায় ৭০টি করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে কাজ চলছে। অক্...

নাটোরে কৃষক নির্যাতনকারী সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Image
ছবি: সংগ্রহীত নাটোরে কৃষক নির্যাতনকারী লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার নাটোর জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, কয়েকদিন আগে নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের মৃত চয়েন উদ্দিনের ছেলে কৃষক শহিদুল ইসলাম (৫৫) ত্রাণ চেয়ে ৩৩৩ হটলাইন নম্বরে ফোন দেন। পরে ১২ এপ্রিল শহিদুল ইসলামকে বাড়ি থেকে নিজ কার্যালয়ে ধরে নিয়ে গিয়ে মারধর করেন। এই অভিযোগে ওই কৃষক থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এর প্রেক্ষিতে পুলিশ তাকে আজ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন। এদিকে, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি জানান, অভিযুক্ত চেয়ারম্যানকে ক্ষমতার অপব্যবহার ও জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে বরখাস্তের প্রস্তাবনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়...
Image
ছবি সংগৃহীত চট্টগ্রামে   গেল   ২৪   ঘণ্টায়   আরও   দুজন   পুলিশ   সদস্যসহ   আরও   পাঁচজনের   শরীরে   করোনা   শনাক্ত   করা   হয়েছে।   আর   পাঁচজনের    মধ্য   এক   নারীর    মারা    যাওয়ার   পর   তার   নমুনা   পরীক্ষার   পর   করোনা   পাওয়া   গেছে।   গতকাল   বুধবার   রাতে   আরটিভি   অনলাইনকে   বিষয়টি   নিশ্চিত   করেছেন   চট্টগ্রাম   জেলার   সিভিল   সার্জন   সেখ   ফজলে   রাব্বী। ছবি সংগৃহীত চট্টগ্রামে   গেল   ২৪   ঘণ্টায়   আরও   দুজন   পুলিশ   সদস্যসহ   আরও   পাঁচজনের   শরীরে   করোনা   শনাক্ত   করা   হয়েছে।   আর   পাঁচজনের    মধ্য   এক   নারীর    মারা    যাওয়ার   পর   তার   নমুনা   পরীক্ষার   ...

ফেনীতে খুন হওয়া তাহ‌মিনার পরিবারকে আইনী সহায়তা দি‌তে চান শাহজাহান সাজু

Image
ফেনীতে খুন হওয়া তাহ‌মিনার পরিবারকে আইনী সহায়তা  দি‌তে চান  শাহজাহান সাজু ‌ফেনী শহরতলীর বারাহীপু‌রে বুধবার দুপু‌রে স্বামীর হা‌তে নির্মম ভা‌বে খুন হওয়া সেই  নারীর প‌রিবা‌রকে আই‌নি সহায়তা দি‌তে চান বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ফেনী জজকোর্টের আইনজীবী এম. শাহজাহান সাজু।‌তি‌নি সোনাগাজীর বহুল আ‌লো‌চিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রা‌ফি হত্যা মামলায় বাদী প‌ক্ষে ল‌ড়ে ব্যাপক সুনাম অর্জন ক‌রেন। বারাহীপু‌রের গৃহবধু তাহ‌মিনা হত্যাকান্ড সম্প‌র্কে তি‌নি বলেন, এটি একটি  নির্মম ঘটনা।খুনি যেহেতেু ফেইসবুক লাইভে খুনের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে ম্যাজিষ্ট্রেটের কাছেও যদি ১৬৪ ধারার জবানবন্ধিতে একই ধরণের স্বীকারোক্তি দেয় ,তাহলে দন্ডবিধির ৩০২ ধারায় ঠান্ডা মাথায় খুন করার অপরাধে খুনির ফাঁসি হতে পারে। শাহজাহান সাজু আরো বলেন, নিহত গৃহবধুর পরিবার চাইলে খুনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য এ মামলা সম্পূর্ন বিনা পারিশ্রমিকে লড়তে চান তিনি। তিনি আরো বলেন, নিহতের একটি দেড় বছরের ছোট মেয়ে আছে, বাবা যেহেতু মায়ের খুনের আসামী- আইন অনুযায়ী মেয়েটি তার দাদী-নানীর কাছে বড় হবে। যেহেতু তার বাবা মায়ের খু...
করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে অঘোষিত লকডাউনের মধ্যে চট্টগ্রাম নগরীর অলিগলিতে আড্ডাবাজি বন্ধে এবার ‘অ্যাকশনে নামছে’ চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। সামাজিক বিচ্ছিন্নকরণ নিশ্চিত করতে এবং পাড়া, মহল্লা ও অলিগলিতে অহেতুক আড্ডাবাজি বন্ধে নজরদারি ও তথ্য প্রমাণ সংগ্রহ করতে সিএমপির কোতোয়ালী থানা প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তি ড্রোন ব্যবহার শুরু করেছে। বার্তা সংস্থা ইউএনবি আজ সোমবার এ খবর জানিয়েছে। সিএমপি সূত্র জানায়, নগরবাসীকে সচেতন করতে পুলিশ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। অনেক বোঝানোর পরেও অলিগলিতে আড্ডাবাজি বন্ধ করা যাচ্ছে না। তাই পুলিশ বাধ্য হয়ে অ্যাকশনে যাচ্ছে, যেহেতু সব জায়গায় দিনরাত ২৪ ঘণ্টা পাহারা দেওয়াও সম্ভব হচ্ছে না। পুলিশ গেলে আড্ডাবাজরা পালিয়ে যায়। আবার পুলিশ চলে গেলে ঘর থেকে বেরিয়ে আড্ডায় মেতে ওঠে। তাই ড্রোনের মাধ্যমে ছবি ও ভিডিও সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘ড্রোনের মাধ্যমে পাওয়া ছবি ও ভিডিও ফুটেজ দেখে ঘর থেকে অহেতুক বের হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ওসি আরো বলেন,...

দাগনভূঞায় গৃহবধূকে হত্যার অভিযোগ, শশুর বাড়ির লোকজন পলাতক।

Image
 দাগনভূঞা প্রতিনিধি->> দাগনভূঞায় মিতু রাণী দাস ১৯) নামে এক গৃহবধুকে শশুর বাড়ীর লোকজন শারিরীক ও মানষিক নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে মঙ্গলবার সন্ধ্যায় মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের ধোপাবাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই বাড়ির আবুধাবী প্রবাসী ডালিম কুমার দাসের স্ত্রী। পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, দাগনভূঁঞার উত্তর আলীপুর গ্রামের কিশোর কুমার দাসের ছেলে আবুধাবী প্রবাসী ডালিম কুমার দাসের সাথে প্রায় আট মাস আগে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বিরাহিমপুর গ্রামের রনজিত কুমার দাসের মেয়ে মিতু রাণী দাসের বিয়ে হয়। বিয়ের পাঁচ মাস পর স্বামী ডালিম কুমার দাস আবার আবুধাবী চলে যায়। তারপর থেকে এক দিকে দেবরের প্রতিনিয়ত কুপ্রস্তাব, অপর দিকে শশুর শাশুড়ীর নানা ধরনের মানষিক নির্যাতন চলতে থাকে ওই গৃহবধুর ওপর। এ নিয়ে মাঝে মাঝে ঝগড়া হতো। গত মঙ্গলবার বিকেলেও ছোটখাট বিষয় নিয়ে বাড়ীতে ঝগড়ার এক পর্যায়ে ওই গৃহবধুকে মারধর করা হয়। এতে গৃহবধু মারা যায়। পরে তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে গৃহবধুর বাবার বাড়ীতে খবর দেওয়া হয়। বাবার বাড়ির লোকজন বিষয়টি ব...